Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন

সমীর রায়, আশাশুনি: আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের, পানি ঢুকতে শুরু করেছে লোকালয়ে।

রোববার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা জেলেপাড়ার জামাল সরদারের ঘের সংলগ্ন এলাকায় প্রায় ৩০ হাত বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে প্রবল জোয়ারের তোড়ে মাড়িয়ালায় ৩০ হাত বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন প্রবল বেগে লোকালয়ে পানি ঢুকছে। ঘের অধ্যুষিত হওয়ায় অসংখ্য মৎস্য ঘের তলিয়ে গেছে। ইতোমধ্যে মাড়িয়ালা সংলগ্ন নাথপাড়ায় পানি ঢুকতে শুরু করেছে। প্লাবিত হওয়ার আশংকায় রয়েছে থানাঘাটা, বুড়াথা আটি, পুইজালা, মহিষপুর, ঢালীর চকসহ আশপাশের এলাকার মানুষ।

শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, তিনি খবর পেয়ে উপজেলা সদর থেকে ভাঙনকবলিত এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তিনি বলেন, যে স্থানে ভেঙেছে- সেখানে সংস্কারের জন্য আট লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু পানির এতো চাপ যে ঠিকাদার কাজ করতে পারেনি। ভাঙনের বিষয়টি ইউএনও ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version