Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে জেলা প্রশাসক ইফতেখার হোসেন

সমীর রায়, আশাশুনি: সাতক্ষীরা জেলা প্রশাসক ইফতেখার হোসেন আশাশুনির প্রতাপনগরে নাকনা আশ্রয়ন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন। এ কেন্দ্রের এলাকাজুড়ে প্রাথমিকভাবে ৫ শতাধিক লবণ সহিষ্ণু ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন আশ্রয়ন কেন্দ্রের পার্শ্ববর্তী চরভরাটি জমিতে ইকোপার্ক করার প্রস্তাব দিলে প্রধান অতিথি জেলা প্রশাসক ইফতেখার হোসেন মৌখিকভাবে তার সমর্থন দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হান্নান, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন, যুবউন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা কর্মকর্তা ফাতেমা জোহরা, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমুখ।
এদিকে, বিকালে জেলা প্রশাসক বড়দল ইউনিয়নের জুনিয়র স্কুলে উন্নীত শিশুবান্ধব চাম্পাখালী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম স্কুলটির নানা সমস্যা তুলে ধরেন।
জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বিকালে আশাশুনি এতিম ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী কার্যালয়ের আর্থিক সহায়তায় ২০১৭-১৮ অর্থবছরের আশাশুনি উপজেলায় ক্ষুদ্র ও নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে ৫০ জনকে শিক্ষা উপকরণ ও ৪৭৫ জনকে ৩ লক্ষ টাকার উপবৃত্তি প্রদান করা হয়।
এদিকে, সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা, নার্সারি মালিক ও শ্রেষ্ঠ স্টল মালিকের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।
সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সহযোগিতায় বিউটিফিকেশন ও লন্ড্রিশপের উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল হতে প্রশিক্ষণপ্রাপ্ত দুইজনকে এই উপকরণ প্রদান করা হয়।
পরে একই স্থানে আশাশুনি উপজেলাধীন মাধ্যমিক স্তরে ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের সাতজন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইলচেয়ার বিতরণ ও এসি ল্যান্ড অফিসের সামনে নবনির্মিত একটি বিশ্রামাগার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতি. জেলাপ্রশাসক (রাজস্ব) আব্দুল হান্নান, সহকারি কমিশনার ভূমি মিজাবে রহমত, কৃষি কর্মকর্তা শামিউর রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা কর্মকর্তা ফাতেমা জোহরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version