আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আদালতের নির্দেশ উপেক্ষা করে নালিশী সম্পত্তির ঘেরের মাছ লুট ও আটন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৪ আগস্ট) গভীর রাতে উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামের মৃত রেজাউল করিম মোল্যার ছেলে মনিরুল কবিরের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মনিরুল কবির জানান, তিনি মহিষকুড় মৌজায় নিজ ও ফুফাদের থেকে ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে ১৫ বিঘার একটি মাছের ঘের করেন। প্রতিপক্ষ একই বাড়ির মৃত নেছারউদ্দীন মোল্যার দুই ছেলে মোস্তফা ও আব্দুুল মান্নান গংরা ফুফুদের জমি নিজেদের দাবি করে হুমকি ও ঘেরে বাঁধ দিতে গেলে বিষয়টি নিয়ে মনিরুল কবির পুলিশের দারস্থ হন।
থানায় কোন সমাধান না হওয়ায় মনিরুল কবির ৫ আগস্ট সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি-১২৬২/১৮ নং মামলা দাখিল করেন। বিজ্ঞ আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ওসি আশাশুনিকে নির্দেশ দেন ও সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারি তহশীলদারকে আগামী ১৫/১০/২০১৮ ইং তারিখের মধ্যে নালিশী জমির দখল বিষয়ে প্রতিবেদন দখিল করতে বলেন।
শুক্রবার (২৪ আগস্ট) রাতে প্রতিপক্ষ আদালতের নির্র্দেশ অমান্য করে নালিশী সম্পত্তিতে গিয়ে জোর পূর্বক মাছ ধরে ও ঘেরের প্রায় ৪০টি আটন ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন ঘের মালিক কবির মোল্যা।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেন বলেন, শুক্রবার রাতে কে বা কারা কবির মোল্যার ঘেরের মাছ ধরেছে এবং আটনগুলো ভেঙে দিয়েছে বলে শুনেছি। নালিশী জমি নিয়ে বিভিন্ন স্থানে উভয়পক্ষকে নিয়ে একাধিকবার শালিস হয়েছে তবে কোন সমাধানে আসা যায়নি। সর্বশেষ আদালত থেকে ১৪৫ ধারা জারি করা হয়।
এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা এএসআই সরজিৎ কুমার বলেন, বিজ্ঞ আদালতের ১৪৫ ধারার নোটিশ জারি করা হয়েছে। মাছ লুট ও আটন ভাঙচুরের ব্যাপারে আমাদের কাছে এখনো কেউ কোন অভিযোগ করেনি। ১৪৫ ধারা ভঙ্গের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আশাশুনিতে আদালতের নির্দেশ উপেক্ষা করে ঘের লুটের অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/