ফাহাদ হোসেন: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, “আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের উন্নয়ন হয়। এ সরকার ক্ষমতায় আসার পর দেশ কলঙ্কমুক্ত হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি।”
বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনিত মুখার্জী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল আনিস খান চৌধুরী বকুল, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি তায়ফুল ইসলাম, সহ-সভাপতি আজগার আলী সরদার, আব্দুস সোবহান, মিজানুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্রম সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহেদ, সদস্য সুবর খান, আব্দুল মুজিদ, নুর মনোয়ার, আশরাফুল কবির খোকন, জুলফিকার আলী ভুট্টো, মহিদুল ইসলাম, আব্দুল করিম, আবু মুছা, আমজাদ হোসেন লাভলু, আজিম খান শুভ, শেখ রেজাউল হক, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুস সামাদ, ৩নং ওয়ার্ডের আব্দুল আজিজ, শহিদুল ইসলাম পুটে, কবিরুল ইসলাম, ৬নং ওয়ার্ডের রাফিনুর, কোরবান, মজিবর, রোকেয়া বেগম, আব্দুর রহমান, ডা. বিকাশ প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন হিমালয়ের মত মানুষ। বঙ্গবন্ধু এদেশের মাটি ও মানুষের জন্য আজীবন লড়াই করে গেছেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশ হবে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখি সমৃদ্ধ সোনার বাংলা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখÐ আমরা পেতাম না। যে নেতার জন্য লাল সবুজের পতাকা পেলাম সেই নেতাকে যারা নির্মমভাবে হত্যা করেছিলো তাদের উদ্দেশ্য কখনও সফল হবে না। বঙ্গবন্ধু নেই কিন্তু তার স্বপ্নের দেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে।
আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ কলঙ্কমুক্ত হয়েছে
https://www.facebook.com/dailysuprovatsatkhira/