ডেস্ক রিপোর্ট: আলিপুরে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (১২ আগস্ট) সকালে ০৭নং আলিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি দুস্থদের মাঝে চাউল বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, আলিপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার ইব্রাহিম খলিল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আব্দুল্লাহ, মো. আতাউর রহমান, আবুল কাশেম, রফিকুল ইসলাম ও মনোয়ারা খাতুন।
অনুষ্ঠানে এমপি রবি বলেন, গত ঈদের চেয়ে এবার বেশি মানুষকে ভিজিএফ’র আওতায় আনা হয়েছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে বসবাস করে। তাই দেশের জনগণ আবারও দেশের উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবে এবং জননেত্রী শেখ হাসিনাকে বাংলার প্রধানমন্ত্রী করবে।
প্রসঙ্গত, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে আলিপুর ইউনিয়নের ২ হাজার ৬৩টি দুস্থ পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আলিপুর ইউনিয়ন পরিষদের সচিব কাঞ্চন কুমার দে।
আলিপুরে দুস্থদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/