Site icon suprovatsatkhira.com

‘আমার ছেলেকে ফেরত দিন’

Exif_JPEG_420

ডেস্ক রিপোর্ট: আমার ছেলে ইকরামুল ইসলামকে প্রশাসনের লোক পরিচয়ে প্রকাশ্য দিবালোকে তুলে নিয়ে গেছে কয়েকজন ব্যক্তি। তাদের কাছে পিস্তল ছিল। পরিচয় দিয়ে বলেছে আমরা প্রশাসনের লোক। অথচ গত তিন দিন যাবত আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছি না।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ঢালিপাড়া গ্রামের লুৎফর রহমানের স্ত্রী আতিয়ান্নসা। তিনি তার ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত দাবি করে বলেন, আইনের দৃষ্টিতে তার অপরাধ করে থাকলে বিচার করুন। অজ্ঞাতবাসে আটকে রাখবেন না। এ বিষয়ে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বৃদ্ধা আতিয়ান্নেসা বলেন, আমার ছেলে ইকরামুল কৃষি কাজ করে। ছোট খাট ব্যবসাও করে। খামারে কাজ করে তার দিন চলে। গত শনিবার বিকাল ৪টার দিকে আলিপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সে ঢালিপাড়া মোড়ে একটি দোকানে চা খেতে বসে। এ সময় প্রশাসনের লোক পরিচয়ে বহু লোকজনের সামনে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আমরা তাকে খুঁজেছি। ডিবি অফিস, সিআইডি অফিস, সাতক্ষীরা থানা ও কয়েকটি পুলিশ ফাঁড়িতে খোঁজ নিলেও কোনো সন্ধান পাইনি। তারা বলেছেন, ইকরামুল তাদের কাছে নেই। তারা তাকে ধরেনি। তাহলে কে ধরবে প্রশ্ন রাখেন আতিয়ান্নেসা।
তিনি বলেন, ইকরামুলের বিরুদ্ধে তিনটি ফেনসিডিল মামলা ও একটি হত্যা মামলা রয়েছে। সেসব মামলায় সে জামিনে রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেফতার করা হয়নি বলেও আমরা জানতে পেরেছি। তিনি তার ছেলের সন্ধান দাবি করে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন। সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version