আগস্ট ৭, ২০১৮
অর্থাভাবে বন্ধ হয়ে গেছে মণিরাপুরের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রবের চিকিৎসা সহযোগিতার হাত বাড়ানোর আকুতি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: অর্থাভাবে মণিরাপুরের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রবের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। বছরখানেক আগে তার পায়ে ফোসকা পড়ে। পরে ডায়াবেটিসের কারণে তা না সেরে বাড়তে থাকে। এক পর্যায়ে তার ডান পা কেটে ফেলা হয়। রব উপজেলার ভোজগাতি ইউনিয়নের কর্ন্দপপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে। নিজের শেষ সম্বল বিক্রিসহ আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার-দেনা করে গত এক বছর চিকিৎসা নিয়েছেন তিনি। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে বাড়িতে বিছানায় শুয়ে পায়ের যন্ত্রণায় ছটফট করছেন তিনি। মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক মির্জা জানান, রব ১৯৯৪ সালে কলেজ ছাত্রলীগের আহবায়কের দায়িত্ব পালন করেছেন। এরপর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। রব স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এরশাদ পতন আন্দোলন, খালেদা জিয়ার শাসনামলে সকল কর্মসূচির অগ্রভাগে থাকতেন। 8,599,402 total views, 7,281 views today |
|
|
|