Site icon suprovatsatkhira.com

৮শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট: ৮০০ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম আরিফ নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পদ্মা ফিসের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক আরিফুল ইসলাম চট্টগ্রাম জেলার বাঁশখালি থানার বাঁশখালা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, চট্টগ্রাম থেকে বড় একটি ইয়াবার চালান সাতক্ষীরায় আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবি পুলিশ পদ্মা ফিসের সামনে অভিযান চালায়। সেখান থেকে ইয়াবা ব্যবসায়ী আরিফকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ জানিয়েছে সাতক্ষীরায় আরেক মাদক ব্যবসায়ী স¤্রাট হোটেলের তত্ত¡াবধায়ক দাউদের কাছে ইয়াবাগুলো পৌঁছে দিতে সে আসছিল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version