ডেস্ক রিপোর্ট: ১০৮ বোতল ফেনসিডিলসহ রোকনুজ্জামান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ আগস্ট) সকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রোকনুজ্জামান সদরের সাতানি গ্রামের আরিফুল গাজীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই শ্যাম প্রশাদ বিপ্লব ও এএসআই কুদ্দুসের নেতৃত্বে পুলিশ সঙ্গীতা সিনেমা হলের সামনে অভিযান চালায়। এসময় রোকনুজ্জামান নামে এক মাদক ব্যবসায়ী ল্যাপটপের ব্যাগে বিশেষ কায়দায় ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল। পুলিশ তাকে চ্যালেঞ্জ করে তার ব্যাগের ভিতর থেকে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।