Site icon suprovatsatkhira.com

স্বাভাবিক প্রক্রিয়ায় আর কখনো সন্ত্রাসী ও জঙ্গীবাদীরা সরকারে আসতে পারবে না: এমপি মুস্তফা লুৎফুল্লাহ

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় ওয়ার্কার্স পার্টির আটনেতার হত্যাবার্ষিকী ও রাশেদ খান মেনন হত্যা চেষ্টাবার্ষিকীতে সাতক্ষীরায় দলীয় নেতাকর্মীরা মিছিল সমাবেশ করেছে। শুক্রবার বিকালে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। বক্তব্য রাখেন দলের জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্ল্যাহ মোড়ল, অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, উপাধ্যক্ষ ময়নুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, স্বপন কুমার শীলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে এমপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন, হত্যা সন্ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি জামায়াত শিবিরের কাঁধে সওয়ার হয়ে নতুন নতুন ষড়যন্ত্র করছে। যা জনগণ আর সরকারের দূরদর্শিতায় ব্যর্থ হচ্ছে। মার্কিনীদের পৃষ্ঠপোষকতায় ড. কামালের মতো রাজনীতিকরা দেশে ঘৃণ্য রাজনীতিহীন সরকার গড়ার পায়তারা করেছে বারবার। তাতে ব্যর্থ হয়ে এবার বিএনপি জামায়াতের ঘৃণ্য জঙ্গিবাদী রাজনীতির ভীত রচনার চেষ্টা করছে। ড. কামাল, বিএনপি, জামায়াত আর বিভিন্নধরনের ষড়যন্ত্রীভিত্তিক দলের এসব কামনা বাসনা অলিক স্বপ্নে পরিণত করবে জনগণ। স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশে আর কখনও সন্ত্রাসী ও জঙ্গীবাদীরা সরকারে আসতে পারবে না। তিনি সবার উদ্দেশ্যে বলেন, চৌদ্দদলীয় জোটের রাজনীতিকে শহর থেকে গ্রামে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে শক্তিশালী করে জঙ্গিবাদ, মৌলবাদ, ঘুষ, দুর্নীতিমুক্ত ও সমতাভিত্তিক জনগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে হবে। তিনি অবিলম্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চুয়াডাঙ্গা জেলার আট নেতাকর্মীর হত্যাকারীদের এবং পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন হত্যাচেষ্টাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version