আগস্ট ৯, ২০১৮
স্তন ক্যান্সার প্রতিরোধে ডুমুর
![]() মামুনুর রশিদ, বল্লী: ডুমুর নরম ও মিষ্টি জাতীয় এক ধরণের ফল বা সবজি। এটি কেউ রান্না করে আবার কেউ খায় বেঁটে রস করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, ওজন কমাতে, স্তন ক্যান্সার প্রতিরোধে, ডায়াবেটিস সমস্যায়, হাড় গঠনে, হার্ট ভাল রাখতে, পিত্ত ও আমাশয় রোগে, মেয়েদের মাসিক সমস্যায় ও জ্বরে ডুমুর খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়া কোষ্ঠকাঠিন্য, রক্তশূন্যতা ও পেটের যে কোন সমস্যায় ডুমুর ওষুধের মতো কাজ করে থাকে। পাকা ডুমুর পাখিদের প্রিয় খাদ্য। 5,927,154 total views, 563 views today |
|
|
|