আগস্ট ১৪, ২০১৮
স্কুল পরিবর্তন করেও শেষ রক্ষা হয়নি, অপহৃত মেয়েকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট: স্কুলে যাতায়াতের পথে আমার মেয়েকে উত্ত্যক্ত করতো বখাটে সবুজ শেখ। আমি ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি মেয়েকে অন্য স্কুলে ভর্তি করার কথা বলেন। করলামও তাই। কিন্তু আমার মেয়েটিকে রক্ষা করতে পারিনি। আশাশুনির দরগাহপুর গ্রামের গোলাম নবীর ছেলে সবুজ শেখ তাকে অপহরণ করে নিয়ে গেছে। গত ১৫ জুলাইয়ের পর থেকে তার কোনো খোঁজ আর মেলেনি। সবুজও পালিয়েছে বাড়ি থেকে। 8,495,105 total views, 2,883 views today |
|
|
|