ডেস্ক রিপোর্ট: “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে। সবকিছু ভুলে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে জেলা কৃষকলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা দলীয় নেতা-কর্মীদের প্রতি এই আহবান জানান।
সোমবার (২৭ আগস্ট) বিকাল ৫টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎ¯œা আরা, জেলা কৃষকলীগের সহ-সভাপতি সুবোধ কুমার চক্রবর্তী, তালা উপজেলা কৃষকলীগের সভাপতি মঈনুল ইসলাম, আশাশুনি উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সেলিম, কালিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কলারোয়া উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো. আমানুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করতে চেয়েছিল পাকিস্তানিরাও, তারা পারেনি। বাংলার মানুষ তাকে ফিরিয়ে এনেছিলেন। তিনি রেসকোর্স ময়দানে বলেছিলেন, “বাঙালির এই ঋণ আমি শোধ করতে পারব না, তাদের কাছে আমি কৃতজ্ঞ। যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমার বুকের রক্ত দিয়ে এই ঋণ আমি শোধ করার চেষ্টা করব।” শুধু তিনি নন, স্বপরিবারে রক্তদিয়ে দেখিয়ে দিয়েছেন। আমরা যদি বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে চাই, তাহলে সবকিছু ভুলে আগামি নির্বাচনে নৌকাকে বিজয়ী করার শপথ নিতে হবে।”
সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দল-মত নির্বিশেষে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। তাতেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। তার আত্মা শান্তি পাবে।”
সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/