আগস্ট ২৪, ২০১৮
সীমান্তে চামড়া পাচার রোধে সতর্ক বিজিবি
এম ওসমান: কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে সাতক্ষীরাসহ যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি। সীমান্ত এলাকাগুলোতে টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। চামড়া চোরাচালানের সঙ্গে জড়িতদের তালিকা তৈরি করে তাদের কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। পাশাপাশি চামড়াবোঝাই কোনো ট্রাক সীমান্ত অভিমুখে যেতে দেয়া হবে না বলেও জানিয়েছেন বিজিবি ও পুলিশের কর্মকর্তারা। ঈদের দিন সকাল থেকে পরবর্তী এক মাস এই ঘোষণা জারি থাকবে বলে জনিয়েছেন সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা। 9,010,947 total views, 8,170 views today |
|
|
|