আগস্ট ১৫, ২০১৮
সাতক্ষীরা সরকারি কলেজে আলোচনা সভা
শাহিন বিল্লাহ, কলেজ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকাল ১০টায় কলেজের ১২০২ নং কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর এস.এম. আফজাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আমানউল্লাহ আল হাদী। বক্তারা বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর বিস্তারিত আলোচনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, সহকারি অধ্যাপক প্রফেসর ফেরদৌস আরা শিউলি, কলেজ ছাত্রলীগের সভাপতি শাহেদ পারভেজ ইমন, সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন। এর আগে প্রধান অতিথি শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নির্ধারিত কবিতা আবৃত্তি, প্রবন্ধ রচনা, হামদ্ ও নাত্ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক সন্দীপ দাস। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজ জামে মসজিদের ইমাম সাইফুল্লাহ ফুয়াদ। 8,704,538 total views, 1,471 views today |
|
|
|