ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোসাব্বিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। এছাড়া বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শাহ নেওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান স্বজল, সাংগঠনিক সম্পাদক মিন্টু, ইউপি সদস্য আব্দুল হান্নান ও মনিরুল ইসলাম, সদর তাতীলীগ নেতা নিপ্পন, সাবেক ছাত্রলীগ নেতা এমএ কাদের প্রমুখ।
সভায় আসাদুজ্জামান বাবু বলেন, “বঙ্গবন্ধুর জীবনাদর্শ অর্জিত হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। তারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য, দল-মত নির্বিশেষে শেখ হাসিনার মনোনীত প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।”