Site icon suprovatsatkhira.com

সাংবাদিক সুবর্ণা হত্যার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ বান্যার্জি, যুমনা টিভির প্রতিনিধি আহসানুর হক রাজিব, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সুজন ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, বিগত দিনে সাংবাদিক হত্যা ও নির্যাতনের কোনো সুষ্ঠু বিচার হয়নি। সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার হলে সুবর্ণা নদীকে প্রাণ হারাতে হতো না। অবিলম্বে সুবর্ণা হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ১০ টার দিকে পাবনার অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক এবং আনন্দ টিভির জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version