আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আল-ফারুকের মাতা সাহিদা বেগম (৬৫) আর নেই।
রোববার (১২ আগস্ট) রাত ৯.৪৫মিনিটে আশাশুনি সদরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…..রাজিউন)। পাউবো’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিএম গোলাম মোস্তফার স্ত্রী সাহিদা বেগম দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সোমবার (১৩ আগস্ট) বাদ জোহর মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সাংবাদিক ফারুকের মায়ের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, আশাশুনি প্রেসক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।