Site icon suprovatsatkhira.com

সাংবাদিক নাজমুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া

ডেস্ক রিপোর্ট: সাংবাদিক কেএম নাজমুল হোসাইনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ আগস্ট) জুম্মার নামাজের পর সদর উপজেলার নুনগোলা গ্রামে তার নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার ও দৈনিক প্রতিদিনের কন্ঠের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, সাংবাদিক সেলিম হোসেন, মেহেদি হাসান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নজরুল ইসলাম, পত্রিকা পরিবেশক লিয়াকত আলী, মাস্টার আব্দুস সাত্তারসহ এলাকার হাজারো মুসুল্লী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম।
গত ২৩ জুলাই সোমবার রাত সাড়ে ১১টার দিকে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে শোকের সাগরে ভাসিয়ে নীরবে নিভৃতে তিনি চলে যান না ফেরার দেশে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।
তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version