স্টাফ রিপোর্টার: ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিপাদে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক অসীম বরুণ চক্রবর্তীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, আবুল কাসেম, আহসানুর রহমান রাজীব প্রমুখ।
বক্তারা বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ এবং যুবকদের হামলার তথ্য ও ছবি সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলায় ঢাকার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা গুরুতর আহত হয়েছেন। অবাধ তথ্য প্রবাহের যুগে তথ্য ও ছবি সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কোন নিরাপত্তা দেয়নি। যা খুবই দুঃখজনক। বক্তারা এ সময় দোষীদের শাস্তি দাবি করেন।
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/