গাজী আসাদ: সাতক্ষীরা পৌরসভার সঙ্গীতা মোড় থেকে কামালনগর বউ বাজার হয়ে সাতক্ষীরা বাইপাস সংযোগ সড়ক সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির অধিকাংশ জায়গায় পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে শহরের নতুন বিনোদন কেন্দ্র হয়ে ওঠা লেক ভিউ ক্যাফেতে যাতায়াতকারী দর্শনার্থীসহ দক্ষিণ কামালনগরের হাজারো মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের সঙ্গীতা মোড় হতে কামালনগর বউবাজার-দক্ষিণ কামালনগর হয়ে সাতক্ষীরা বাইপাস পর্যন্ত সড়কটির অবস্থা এতই খারাপ যে সাধারণ মানুষ চলাচল করতে হিমশিম খাচ্ছে। এ সড়কের অধিকাংশ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এক দেড় ফুট বসে গেছে কোথাও কোথাও। আবার রাস্তার পাশে থাকা ড্রেনে ময়লার স্তুপ জমে রাস্তার উপরে পানি উঠে গেছে। কামালনগর বউ বাজার থেকে লেকভিউ ক্যাফে হয়ে সাতক্ষীরা বাইপাস পর্যন্ত সড়কের চিহ্ন খুঁজে পাওয়া দায়। সড়কের পুরো অংশ অসংখ্য বড় বড় গর্তে ভরা। পিচের বালাই নেই। পিচ ও ইটের খোয়া উঠে একধারে কাধ হয়ে গেছে। ফলে সব ধরণের যানবাহন চলাচল করছে চরম ঝুঁকি নিয়ে। সড়কটির সংকীর্ণতা এবং বেহাল দশার কারণে ছোট বড় যেকোন যানবহন চলাচল করতে পড়ছে চরম বিপত্তিতে। নাজুক এই সড়কে প্রায় ঘটছে ছোট বড় দুঘর্টনা। অথচ এই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত করে। এই রাস্তা দিয়ে কামালনগর গোরস্থান, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, কামালনগর মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক’শ শিক্ষার্থীরা চলাচল করে। আবার শহরের মধ্য দিয়ে বাইপাস সড়কে উঠারও অন্যতম সড়ক এটি। প্রতিদিন এই রাস্তা দিয়ে কামালনগর, বকচরাসহ শিবপুর, ঘোনা ইউনিয়নের মানুষ শহরে প্রবেশ করে। তাছাড়া শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হয়ে ওঠা লেকভিউতে প্রবেশ করার একমাত্র সড়ক এটি। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ এই সড়ক দিয়ে লেকভিউতে যাওয়া-আসা করছে।
কামালনগর এলাকাবাসীসহ একাধিক পথচারী অভিযোগ করে বলেন, প্রায় সাত-আট বছর ধরে সড়কটির এই অবস্থা। দীর্ঘ দিন সড়কটি সংস্কার না করায় এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সঙ্গীতা মোড় থেকে বউ বাজার পর্যন্ত সড়কটির দু’ধারে দখল করে স্থাপনা ও দোকান ঘর নির্মাণ করায় সংকীর্ণ হয়ে গেছে। ফলে চলাচল করতে গিয়ে বিপত্তিতে পড়তে হচ্ছে। এছাড়া কামালনগর বউবাজার থেকে বাইপাস পর্যন্ত সড়কটি খানাখন্দে ভরে গেছে। পিচের চিহ্ন নেই। আবার লেকভিউ ক্যাফে হওয়ায় এই রাস্তার ব্যস্ততাও বেড়ে গেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছে এই সড়ক দিয়ে। ফলে দ্রæত সড়কটি সংস্কার করা দরকার।
কামালনগর গ্রামের মো. কামরুজ্জামন বলেন, শহরের অতিগুরুত্বপূর্ণ সড়ক এটি। কামালনগর গোরস্থানে প্রতিদিন একাধিক লাশ আনা হয়। ফলে নাজুক এই সড়ক দিয়ে লাশ নিয়ে আনতে কষ্ট হয়। এছাড়া বাইপাস সড়কে ওঠার জন্য শহরের অন্যতম সংযোগ সড়ক এটি। প্রতিদিন শতশত মানুষ লেকভিউ ক্যাফেতে যাওয়া-আসা করছে। ঝুঁকি নিয়েই চলাচল করছে সবাই। আমরা কয়েকবার কাউন্সিলরসহ পৌর কর্তৃপক্ষের কাছে সড়ক ঠিক করার জন্য আবেদন দিয়েছি, কিন্তু কোন লাভ হয়নি।
অটো চালক লাল মিয়া বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে মানুষ আনা-নেওয়া করি। লেকভিউ ক্যাফে ও বাইপাস হওয়ার পর এই রাস্তার গুরুত্ব অনেক বেড়ে গেছে। প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে। মাঝে একদিন আমার অটো গর্তের মধ্যে পড়ে কাধ হয়ে যাত্রীরা পড়ে গিয়ে আঘাত পেয়েছিলো। শুধু আমি না প্রায় প্রতিদিন এমন ছোট বড় দুর্ঘটনা ঘটছে। অথচ এতো গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হচ্ছে না। সড়কটি দেখে মনে হচ্ছে এই সড়কের কোন অভিভাবক নেই।
সঙ্গীতা মোড়-দক্ষিণ কামালনগর সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে
https://www.facebook.com/dailysuprovatsatkhira/