পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে আলমসাধু-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনারুল হকসহ দুইজন আহত হয়েছেন।
সোমবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সখিপুর কেবিএ কলেজ গেটের সামনে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
আহত অপরজন হলেন, উপজেলার নাজিরের ঘের এলাকার নুর মোহাম্মদের ছেলে শফিকুল ইসলাম (৩০)।
প্রতক্ষ্যদর্শীরা জানান, পারুলিয়া থেকে আনারুল হক মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সখিপুর খান বাহাদুর আহছান উল্লা সরকারি কলেজ গেটের সামনে পৌঁছুলে কালিগঞ্জের দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত আলমসাধু (টমটম) ওভারটেক করতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী মারাত্মকভাবে আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, খবর পেয়ে তাৎক্ষণিক আহত আনারুল হককে দেখতে যান হাসপাতালে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, ইউপি সদস্য নির্মল কুমার মণ্ডল প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ তার খোঁজ খবর নেন।
সখিপুরে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা আনারুল হকসহ আহত ২
https://www.facebook.com/dailysuprovatsatkhira/