কলেজ প্রতিনিধি (দেবহাটা): দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার সখিপুরস্থ কেবিএ কলেজের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, কেবিএ কলেজ বিজ্ঞান বিভাগের ছাত্র আসিফ মাহমুদ, জাকির হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেবিএ কলেজের শিক্ষক আকরাম হোসেন, শাহনুর রহমান, সঞ্জয় কুমার, শচিন্দ্র নাথ, হাসান কবীর, তৌহিদুজ্জামান, আবু তালেব প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি কেবিএ কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে সখিপুর মোড়ে গিয়ে শেষ হয়।
সখিপুরে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় শুভেচ্ছা মিছিল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/