কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় অসহায়-দুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ-অসহায়দের মাঝে এই চেক বিতরণ করেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ।
এসময় তিনি বলেন, ‘শ্রেণি বৈষম্য নিরসনে সরকার আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন। আর তাই মুক্তিযুদ্ধের চেতনা লালন করে অসা¤প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খাঁন মেননের সৌজন্যে আসন্ন ঈদ উপলক্ষ্যে ৫০ জনের মাঝে ৩ হাজার টাকা করে দেড়লাখ টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না।
অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন।
শ্রেণি বৈষম্য নিরসনে সরকার আন্তরিক: এমপি লুৎফুল্লাহ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/