ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক ফজলু সরদার (৪৫) কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি নতুন পাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ফজলু সরদার ওই গ্রামের আনোয়ার সরদারের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলছিলো। ফজলু সরদার চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে ফজলুকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, এ ঘটনায় শিশুটির বাবা ফজলু সরদারের বিরুদ্ধে মামলা করেছেন। ইতোমধ্যে ধর্ষক গ্রেফতার হয়েছে। অসুস্থ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।