Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে ৪ হোটেল মালিককে জরিমানা

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশন করার অপরাধে দুই হোটেল মালিক ও দুই মিষ্টান্ন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ আগস্ট) সকালে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজজামান বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল ও মিষ্টির দোকানগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ভোক্তাদের মাঝে নিম্নমানের খাবার পরিবেশন করার অপরাধে দুই হোটেল মালিক ও দুই মিষ্টান্ন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। প্রত্যেক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জরিমানাকৃত এবং অন্যান্য হোটেল রেঁস্তোরাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাদ্য পরিবেশন করার জন্য আহবান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version