শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ১৫ আগস্ট নিহতদের স্মরণে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দারের নেতৃত্বে র্যালিটি শ্যামনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধী সমাজের কয়েক হাজার মানুষ অংশ নেয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের স্মরণে বঙ্গবন্ধুর ছবিসহ শোক ব্যাজ ও প্লাকার্ড বহন করে। র্যালিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে বের হয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/