শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে স্ত্রীর বিরুদ্ধে তালাক নামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করেছে আটুলিয়া ইউনিয়নের মৃত বেলায়েত গাইনের ছেলে মো.হাসেম আলী গাইন।
সোমবার (২৭ আগস্ট) সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করে বলেন, প্রায় এক বছর পূর্বে আটুলিয়া ইউনিয়নের রফিকুল গাজীর মেয়ে রূপিয়া খাতুনের সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বর্তমানে আমার একটি মেয়ে সন্তান রয়েছে। আমার পরিবারে কোন কলহ ছিলো না। কিন্তুু হঠাৎ অজানা কারণে সাতক্ষীরা নোটারি পাবলিকের কার্যালয় থেকে আমার কাছে আসা একটি তালাকের অ্যাফিডেভিট মারফত পারলাম ওই তালাকনামায় আমাকে যৌতুক লোভী, নারী নির্যাতনকারী, মদ, গাঁজাখোর উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি প্রশাসনের কাছে এর প্রতিকারের দাবি করছি।