Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে সম্পত্তি দখলের অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গৌরীপুর গ্রামের মৃত তাহের উদ্দীন মিস্ত্রীর ছেলে মোজাম্মেল হক মিস্ত্রীর ইজারা ও কোবলাকৃত সম্পত্তি অবৈধভাবে জোর পূর্বক দখল করার চেষ্টা ও হুমকি দেওয়ায় সংসদ সদস্য বরাবর অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, তপশীল কুলটুকরি মৌজায় এস এ ২৪ ও ৮৯ নং খতিয়ানে ১৫০, ১৫১, ১৯৩, ২০৭, ২০৮, ২০৯, ২১১, ২১৩, ২১৪ দাগে ডিসিআর কৃত ৩ এর ৪৮ শতক ও কোবলাকৃত ৩৩ শতক মোট ৩ একর ৮১ শতক জমিতে দীর্ঘ ৩২ বছর ধরে শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছে। এলাকার পরসম্পদ লোভী একই গ্রামের কালাম মিস্ত্রীর ছেলে ইস্্রাফিল, ওসমান, ওমর ফারুখ ও হযরত আলী, তমীর মিস্ত্রীর ছেলে রাজ্জাক, মৃত অম্বত মিস্ত্রীর ছেলে আলতাফ হোসেন ও মঠবাড়ি গ্রামের শাহাদাত ঐ সম্পত্তি দখলের লক্ষ্যে মোজাম্মেল হক মিস্ত্রীর নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় সম্পত্তি দখলসহ বিভিন্ন হুমকি দিচ্ছে। এ ঘটনায় মোজাম্মেল হক মিস্ত্রী হুমকি দাতাদের বিরুদ্ধে ২৯/০৪/১৮ তারিখ শ্যামনগর থানায় জিডি ও ২৮/০৭/১৮ তারিখে সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। একই সাথে অতিষ্ট এলাকার ১৫২ জন স্বাক্ষরিত অভিযোগ করে সংসদ সদস্যের নিকট। সংসদ সদস্য অভিযোগটি সুপারিশ করে ওসি ও সার্কেল সাহেবের নিকট ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অভিযোগে আরও উল্লেখ ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে শ্যামনগর ‘মন্দির চুরি মামলায় গ্রেপ্তার’ শিরোনামে যুগের বার্তায়, ‘নকল সীমানার পিলার চুরি’ শিরোনামে যুগের বার্তা, দৃষ্টিপাত, সাতনদী, প্রজন্মের ঘটনা, আজকের সাতক্ষীরা, ‘ভূয়া পিলার ব্যবসায়ী গ্রেপ্তার’ শিরোনামে দৈনিক পূর্বঞ্চল, কালের চিত্র, ভূয়া ম্যাগনেট ব্যবসায়ী গ্রেপ্তার শিরোনামে দৃষ্টিপাত, ‘প্রভাবশালী কর্তৃক সংখ্যা লঘুর ঘরবাড়ি দখল’ শিরোনামে দৈনিক তথ্য, সংখ্যা লঘুকে গুম করে বসতভিটা দখল এ সব শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ সকল সন্ত্রাসীদের তৎপরতায় এলাকাবাসী অতিষ্ট। আরও উল্লেখ করেন তারা সম্প্রতি ক্রসফায়ারে নিহত রেজাউলের সহযোগী। তদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করে এলাকাবাসীর।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version