শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে মো. ইস্রাফিল (২৪) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক পরানপুর গ্রামের আজমল কারিকরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সে পরিবারের চোখ ফাঁকি দিয়ে মঙ্গলবার সকালে বিষ পান করে। কিছুক্ষণ পরে তার পরিবারের সদস্যরা তার বিষপানের বিষয়টি জানতে পেরে নুরনগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার গনির অধীনে চিকিৎসারত অবস্থায় ইস্রাফিল মারা যায়। বিষপানের কারণ সর্ম্পকে তার পরিবারের সদস্যরা জানায়, ইস্রাফিল মানসিক রোগগ্রস্ত ছিলো। শ্যামনগর থানা কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।