শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি দেবী রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আব্দুল বারেক গাজী। এসময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ডলারসহ বিভিন্ন ইউনিয়ন কমান্ডার ও ডেপুটি কমান্ডরগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎবার্ষিকী ও শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।