ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলায় বজ্রপাতে সুভাষী মুণ্ডা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় প্রসেনজিত মুণ্ডা (৩০) নামে আরও একজন আহত হয়েছেন। রোববার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ভেটখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ভেটখালী গ্রামে নিজ বাড়ির পাশে মৎস্য ঘেরে কাজ করছিলেন সুভাষী ও প্রসেনজিত মুণ্ডা। এসময় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সুভাষী মুণ্ডার মৃত্যু হয় এবং প্রসেনজিত আহত হয়।