Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণের সম্পন্ন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপকারভোগীদের আট দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে সিভিআরপি (২য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএমএ সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। তিনি বলেন, এখানেপ্রাপ্ত প্রশিক্ষণ প্রত্যাহিক জীবনে কাজে লাগাতে হবে। সবাইকে মনে রাখতে হবে, আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনো দরিদ্র হতে পারে না। বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালি গুচ্ছগ্রামের ৪০টি পরিবারের প্রত্যেক পরিবার থেকে দুইজনকে নিয়ে মোট ৮০ জন উপকারভোগী এ প্রশিক্ষণে অংশ নেয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version