শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম মহসিন উল মুলক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্ররানী দেবনাথ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হোসেন মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমÐলী, মসজিদের ইমাম ও সুধিজন।
সভায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
শ্যামনগরে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/