আগস্ট ১৩, ২০১৮
শ্যামনগরে ঘের ব্যবসায়ী ছাত্তার জোয়াদ্দারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
![]() শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ঘের ব্যবসায়ী ছাত্তার জোয়াদ্দারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ আগস্ট) রাতে উপজেলার পার্শ্বেমারি বিলে নিজ ঘেরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সোমবার সকালে তিনি মারা যান। নিহত ছাত্তার জোয়াদ্দারকে পার্শ্বেমারি গ্রামের মৃত আব্দুল ওয়াজেদ জোয়াদ্দারের ছেলে। শ্যামনগর থানার (ওসি) তদন্ত জিয়াউর রহামান জানান, ছাত্তার জোয়াদ্দারের পার্শ্বেমারি বিলে একটি মৎস্য ঘের আছে। প্রতিদিনের ন্যায় তিনি বাড়ি থেকে রাতের খাওয়া-দাওয়া শেষে মৎস্য ঘেরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে প¦ার্শবর্তী লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত আগামীকালের পত্রিকায় দেখুন……… 6,245,503 total views, 3,680 views today |
|
|
|