আগস্ট ২৪, ২০১৮
শ্বেতপুরে প্রীতি ফুটবল ম্যাচে দাড়িওয়ালা ফুটবল একাদশের জয়
![]() আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে দাড়িওয়ালা ফুটবল একাদশ জয়লাভ করেছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকালে শ্বেতপুর অনির্বাণ যুব সংসদের আয়োজনে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ম্যাচ হয়। এবিএম মনিরুজ্জামান শামিমের নেতৃত্বে অনুষ্ঠিত ফুটবল খেলায় অংশগ্রহণ করে মেদভুড়ি ফুটবল একাদশ ও দাড়িওয়ালা ফুটবল একাদশ। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে উত্তেজনাপূর্ণ ফুটবল খেলার প্রথম অংশে মেদভুড়ি ফুটবল একাদশ একটি গোল করে। জবাবে খেলার দ্বিতীয় অর্ধে দাড়িওয়ালা ফুটবল একাদশ পরপর দুইটি গোল করে জয়লাভ করে। 6,577,379 total views, 1,765 views today |
|
|
|