Site icon suprovatsatkhira.com

শোভনালীতে শোক দিবস পালনে প্রস্তুতি সভা

শোভনালী (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির শোভনালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ আগস্ট) সন্ধ্যায় শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সুনীল কুমার বর্মন, আব্দুল জব্বার, আব্দুল করিম, আলকেজুর রহমান, সাজ্জাদ হোসেন, কৃষকলীগের সভাপতি আক্কাজ আলী, যুবলীগ নেতা সাংবাদিক নাজমুস সাকিব লিটন, তরুণলীগ নেতা হাবিবুর রহমান, ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম প্রমুখ।
সভায় ১৫ আগস্ট সকালে যথাযথ মর্যাদা ও নিয়মানুযায়ী জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র‌্যালি, আলোচনা সভা, মসজিদ, মন্দির ও গীর্জায় দোয়া, মিলাদ ও বিশেষ প্রার্থনা এবং দুপুর ২টায় গণভোজের সিদ্ধান্ত নেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version