স্টাফ রিপোর্টার: শোক হোক শক্তির হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরা সদর উপজেলার বহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস-২০১৮।
দিবসটি পালন উপলক্ষে কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনান্তে এক মিনিট নিরবতা পালন, রচনা প্রতিযোগিতা, হামদ্ ও নাতে রাসুল (স.) প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স¤প্রচার ও প্রামান্য চিত্র প্রদর্শণ, কবিতা আবৃতি, আলোচনা সভা, ফাতেহা শরীফ পাঠ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সম জালাল উদ্দিন, স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান, ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিরাজ আহমেদ, স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ল²ীকান্ত মল্লিক, সাবেক সদস্য গিয়াস উদ্দিন সানা, ব্রহ্মরাজপুর ইউপি সদস্য সাংবাদিক এমআর মিঠু, সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, দেবব্রত ঘোষ, হাফিজুল ইসলাম, অরুন কুমার, শিক্ষার্থী সুমাইয়া পারভীন আশা, মাশকুরা পারভীন রিয়া, সুমাইয়া সুলতানা, তৃষা মন্ডল প্রমুখ। সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের উপস্থাপনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি শিক্ষক নজিবুল ইসলাম। এসময় স্কুলের সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হামিদ বাবু, নজরউদ্দিন সরদারসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে গণভোজ অনুষ্ঠিত হয়।
শোক হোক শক্তির হাতিয়ার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/