১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলার ১২নং মৌতলা ইউনিয়ন পরিষদ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
১২নং মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন। ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন, ইউনিয়ন পরিষদে দিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে সকলে উপস্থিত থেকে যথাযথ ভাবে দিবসটি পালনের জন্য আহবান জানানো হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)
https://www.facebook.com/dailysuprovatsatkhira/