ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালনে প্রস্তুতি সভা করেছে জেলা শ্রমিক লীগ।
বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকালে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহাঙ্গীর হোসেন শাহীন, সহ-সভাপতি শাহজালাল, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খান, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, জেলা শ্রমিক লীগের সহ-সম্পাদক মো. গাউস আলী সরদার, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মুকুল, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, দেবহাটা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম, কলারোয়া উপজেলা শ্রমিক লীগের আব্দুর রহিম, পাটকেলঘাটা শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম, তালা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর জব্বার, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ সিবিএ এর সভাপতি শেখ নুরুল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, লেবার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, রিকসা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ।
প্রস্তুতি সভায় শোক দিবস পালনে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট সকাল ০৯টায় সাতক্ষীরা পাওয়ার হাউজ চত্বরে জেলা শ্রমিক লীগের আয়োজনে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্য মাল্য অর্পণ এবং শোক র্যালি।
শোক দিবস পালনে জেলা শ্রমিক লীগের প্রস্তুতি সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/