Site icon suprovatsatkhira.com

শোক দিবস পালনে আশাশুনি উপজেলা আ’লীগের একাংশের প্রস্তুতি সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ আগষ্ট) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম পিন্টুর উপস্থাপনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম শাহাজান আলি, নূর মোহাম্মদ সরদার, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, নূরুল আলম, ড. শিহাব উদ্দিন, সরদার মুজিবর রহমান, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, অধ্যক্ষ রুহুল আমিন, আছাদুল ইসলাম, প্রভাষক দীপংকর বাছাড়, হিরুলাল বিশ্বাস, মাহবুবুল হক ডাবলু, আনন্দ কুমার মÐল, তহমিনা রহিম, সাইদ ঢালী, মিলন কান্তি মণ্ডল, মহাতাব উদ্দিন, সোলায়মান হক গাজী, সুনীল কুমার মণ্ডল, বনোমালী দাশ, মইনুর ইসলাম বুলু প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সহযোগী সংগঠনের ডা. বদিউজ্জামান মন্টু, হুমায়ুন কবির সুমন, রবিউল ইসলাম নবু, সীমা পারভিন, শিম্মি আক্তার, প্রভাষক আক্তারুজ্জামান প্রিন্স, মোতাহার হোসেন, সোলায়মান হক কাজল, রবিউল ইসলাম নবু, রবিউল ইসলাম রবি, টুটুল, মিজানুর, হুমায়ুন কবির রাসেল, তাজ প্রমুখ।
সভায় ১৫ আগস্ট নিয়মানুযায়ী জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র‌্যালি, আলোচনা সভা, মসজিদ, মন্দির ও গীর্জায় দোয়া, মিলাদ ও বিশেষ প্রার্থনা এবং দুপুর ২ টায় গণভোজের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ১১ ইউনিয়নের ৪১ পয়েন্টে গণভোজসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version