Site icon suprovatsatkhira.com

জেলায় শোক দিবস পালনের আরও খবর

ডেস্ক রিপোর্ট: জেলায় ১৫ আগস্ট বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-পেশাজীবী-স্বেচ্ছাসেবী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ পালিত হয়েছে। গতকাল সুপ্রভাত সাতক্ষীরায় শোক দিবস পালনের বিস্তারিত খবর প্রকাশিত হয়েছে। এরপরও আমাদের প্রতিনিধিদের পাঠানো শোক দিবস পালনের আরও খবর-
জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আলোচনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স হলরুমে জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে সংগঠনের সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ কবীর, কাজী রওনক, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন কবির, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবেদার রহমান, কাজী মো. রকিবউদ্দিন, মো. আজিজুর রহমান, ন্যাশনাল হিউম্যান রাইটস সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. শাহাজান কবির, মো. সাইফুল্লাহ, রুবেল হোসেন ও শহিদুল ইসলাম প্রমুখ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ফিংড়ীর বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় শোক দিবস পালন
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বিভিন্নস্থানে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) সকালে জাতীয় পতাকা উত্তেলন, জাতীয় সংগীত, এক মিনিট নিরবতা পালন, জাতীয় পতাকার প্রতি সম্মান জানানো, শোক র‌্যালি, চিত্রাংকন, হামদ, নাত, কুরআন তেলোয়াত, গজল, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পালন করা হয়।
ফিংড়ী ইউনিয়ন পরিষদ: ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন পরিষদ, পাইওনিয়র ক্লাব ও বাজার কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দীন টপি প্রমুখ।
সুলতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়: বিদ্যালয়ের সভাপতি শেখ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মহাদেব কুমার ঘোষ, প্রধান শিক্ষক কামরুন্নেছা খানম, সহকারী শিক্ষক মারুফা খানম, নুরুন্নাহার, শারমীন আক্তার, ম্যানেজিং কমিটির সেলিম মাহমুদ বুলু, শফিকুর রহমান, মাস্টার মাজহারুল আনোয়ার, ওসমান গনী প্রমুখ। দোয়া ও মোনাজাত করেন মাওলানা মাজহারুল ইসলাম। শেষে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর মাঝে খিচুরি বিতরণ করা হয়।
জি.ফুলবাড়ী দরগাহ শরীফ আলিম মাদ্রাসা: জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাদ্রাসার সভাপতি বীর মুক্তযোদ্ধা আবুল খায়ের সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান খাঁন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহ-সুপার মাওলানা আসলাম হোসেন প্রমুখ।
গোবরদাড়ী দাখিল মাদ্রাসা: সুপার মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সুপার আব্দুর রহমান, সহকারী শিক্ষক আবুল হোসেন, আব্দুল জলিল, শিরিনা সুলতানা, কামরুল ইসলাম, ম্যানেজিং কমিটির নজিবর রহমান, কামাল হোসেন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম।
ফিংড়ী ইউনিয়ন ইসলামিক ফাউন্ডেশন: জি. ফুলবাড়ী গাওছুল আজম শাহী জামে মসজিদ প্রাঙ্গনে বিল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আশরাফুজ্জামান, হাবিবুর রহমান, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা কামরুল ইসলাম, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, মিজানুর রহমান লুৎফর রহমান, নার্গিস বেগম, ময়না খাতুন, জাকির হোসেন, আসলাম হোসেন, মহিবুল্যাহ, জহিরুল ইসলাম প্রমুখ।
গাভা দাখিল মাদ্রাসা: মাদ্রাসার সভাপতি রিয়াজ উদ্দীন সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুপার মাওলানা আজাদুল ইসলাম, শিক্ষক জাকির হোসেন, আব্দুর রহিম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সহ-সুপার মাওলানা মাজহারুল ইসলাম।
গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তযোদ্ধা আবুল খায়ের সরদার, শিক্ষক সন্তোষ কুমার দাশ, শাহাজউদ্দীন সরদার প্রমুখ।
গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজ: প্রধান শিক্ষক জুলফিকার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনিল কুমার সানা, নবদিপ কুমার, ইলিয়াজ কবির, সোয়ায়েব হোসেন দুদু প্রমুখ।
ব্যাংদহা বাজার কমিটির ও ৭নং ওয়ার্ড যুুবলীগ: ঈসমাইল হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমির হোসেন বাবুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল খায়ের সরদার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্যামুয়েল ফেরদৌস পলাশ, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ব্যাংদহা বাজার কমিটির সাধারন সম্পাদক শেখ মোনায়েম হোসেন, এস এম ফিরোজ আহম্মেদ টুটুল, উজ্জল সরদার, মেজবাহ উদ্দীন টপি, আতাউর রহমান, মোস্তাকিন হোসেন লাভলু, শেখ মিয়ারাজ হোসেন শুভ প্রমুখ।
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক শরিফা পারভিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিসেস ফিরোজা পারভিন, সুজায়েত হোসেন, পম্পা রানী, জাহাঙ্গীর আলম ও শেখ ছোলাইমান দোয়া পরিচালনা করেন হাফেজ আরিফ বিল্লাহ।
ব্রহ্মরাজপুরে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের দোয়া অনুষ্ঠান
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের ব্রহ্মরাজপুর শাখায় মিলাদ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ আগস্ট) সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সদর উপজেলা ব্রহ্মরাজপুর শাখার সুযোগ্য ব্যবস্থাপক গোবিন্দ কুমার বৈদ্য এর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত
পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) দিনব্যাপী উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন শোক র‌্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানসহ নানা কর্মসূচি পালন করেছে।
এসব সভা ও অনুষ্ঠানে পাইকগাছা-কয়রা-০৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আউয়াল, মেয়র সেলিম জাহাঙ্গীর, এএসসি (ডি সার্কেল) মো. ইব্রাহিম, ওসি আমিনুল ইসলাম বিপ্লব রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।
এদিকে, সোলাদানা মটর স্ট্যান্ড মোড়ে বিকালে ইউনিয়ন সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন কমিটির সভাপতি শাহাবুদ্দীন শাহিনের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল ওহাব বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব মো. রশীদুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমুদ রঞ্জন ঢালী, ময়নুল ইসলাম, বিমল সরকার, সায়েদ আলী মোড়ল কালাই, কুদ্দুস সানা, মোমিন উদ্দীন, হরিপদ সানা, এস এম শৈয়েব, প্রশান্ত প্রমুখ।
অপরদিকে, আবু হোসেন কলেজে ৩নং ওয়ার্ড সদস্য গোপাল মণ্ডলের সভাপতিত্বে ও নজরুল মোল্লার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নির্মল ঢালী, পঞ্চানন সানা, হরেন্দ্রনাথ মণ্ডল, বিজয় রায়, সুভাষ রায়, নকুল মণ্ডল, আশুতোষ মণ্ডল, কিরণ ঢালী, দেবব্রত ঢালী, রউফ বিশ্বাস প্রমুখ।
একইদিনে চারবান্ধা হাইস্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগনেতা রবিউল ইসলাম রবি গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মান্নান গাজী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক পরিমল সানা, সঞ্জয় সরদার, বিনয় কৃষ্ণ মÐল, রনজিত রায়, আমিনুল ইসলাম, নাসিমা আক্তার, হাফিজুর রহমান প্রমুখ।
অন্যদিকে, ৯নং ওয়ার্ড সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগনেতা গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শহিদুল গাজী, মিজানুর রহমান, নুর ইসলাম, মুজিবর গাজী, আলম সরদার প্রমুখ।
এদিকে, লস্কর ইউনিয় পরিষদে ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পত্মী রওশনারা ইভা রহমান, জেলা আওয়ামী লীগনেতা বিএমএ দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ শেখ শহিদউল্লাহ, আক্তারুজ্জামান সুজা প্রমুখ।
এদিকে, সকালে খড়িয়া মিনহাজচক বাজারে দলীয় কার্যালয়ের সামনে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে শোক দিবসের কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, প্রধান শিক্ষক পরিতোষ কুমার হালদার, পঙ্কজ কুমার হালদার, মহাদেব চন্দ্র সরদার, আওয়ামী লীগনেতা জেবালুল ইসলাম বুলু প্রমুখ ।
অপরদিকে গড়ইখালীর শান্ত বাজারে ইউনিয়ন পরিষদ ও আওয়ামী লীগের উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে ও ইউনিয়ন কমিটির সম্পাদক এস এম আইয়ুব আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আজমল গাজী, গাজী মিজান, বিএম শফি, আক্তার গাইন, আসাদুল সানা, আব্দুল মাজেদ, বিজয় রায়, গাউসুর রহমান, গোলাম রহমান বিশ্বাস, ইউপি সদস্য শাহাবুদ্দীন গাইন, বিপুল মণ্ডল, দুর্গা দাশ, অরিন্দাম মণ্ডল, মনোজ মণ্ডল প্রমুখ।
এদিকে গড়ইখালী বাজারে শোক দিবসে ইট ভাটা সমিতির সভাপতি যুবলীগনেতা বাবু গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সাবেক এমপি এ্যাডভোকেট সোহরাব আলী সানা, অর্থ উপদেষ্টা পত্মী ইভা রহমান, ডা. মোহাম্মদ শেখ শহিদউল্লাহ, কামরুল ইসলাম গাজী, কাশেম মল্লিক, আসলাম মল্লিক, আক্তার হোসেন সানা, জয়দেব মনণ্ডল, হামীম সানা, সেলিম সরদার, বাহারুল গাইন প্রমুখ।
অপরদিকে চাঁদখালীতে কাটাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে শোক সভায় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জি এম আমিরুল ইসলাম, শাহানারা আক্তার, বাবুরাম, লোকমান হাকিম প্রমুখ। একই এলাকার ৭নং ওয়ার্ডের চাঁদমুখ কাটাবুনিয়া আওয়ামী লীগনেতা দাউদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রজব আলী, লুৎফর রহমান, ইদ্রিস আলী, ওলিউর রহমান প্রমুখ।
অন্যদিকে রাড়–লীর বাঁকা বাজারে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় ইউনিয়ন কমিটির আহবায়ক শংকর দেবনাথের সভাপতিত্বে ও আরশাদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, হাকীম গোলদার, প্রাণকৃষ্ণ দাশ, বিমল পাল, শেখ কফিল উদ্দীন, ইউপি সদস্য আব্দুস সাত্তার গাজী, আব্দুল হামিদ গাজী, আব্দুল মাজেদ, আসাফুর গাজী, অশোক অধিকারী, আহাদ গোলদার প্রমুখ।
এদিকে পৌরসভার জিরো পয়েন্টে পৌর আওয়ামী লীগ ও শ্রমিকলীগের উদ্যোগে পৌর কমিটির আহবায়ক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ উপদেষ্টা পতœী রওশানারা ইভা রহমান, উপজেলা কমিটির সদস্য সচিব রশীদুজ্জামান, ডা. মোহাম্মদ শেখ শহিদউল্লাহ, আক্তারুজ্জামান সুজা, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কৃষ্ণপদ মণ্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, হেমেশ মণ্ডল, প্রভাষক মশিউর রহমান, শাহজাহান কবির, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, হারুনার রশিদ হিরো, শেখ আব্দুল জব্বার বাবলু, শফিকুল ইসলাম, জাকির সরদার, রাবেয়া, লতিকা ঢালী, বারিক, আবির, রবিউল, রনি, বাদশা প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version