নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: শেখ হাসিনার সরকার প্রায় দশ বছরে সফলভাবে ক্ষমতায় আছে বলেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হয়েছে। শিক্ষা, চিকিৎসা সেবা, রাস্তাঘাট, সেতু থেকে শুরু করে সমাজ ও দেশের প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। মহাসাগর থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত এখন বাংলাদেশের বিচরণ। যা একমাত্র আ’লীগ সরকারের জন্যই সম্ভব হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা চাইলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন। দেখবেন সুখে-শান্তিতে আছেন।
সোমবার (২৭ আগস্ট) কালিগঞ্জের নলতা গ্রামে উঠান বৈঠকে সরকারের সাফল্য তুলে ধরতে গিয়ে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সাংসদ ডা. আ ফ ম রুহুল হক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সহিংসতাকারী ও নাশকতাকারীদের কথায় কান দিয়ে দেশকে ধ্বংস করে আর পিছনে যেতে দেওয়া হবে না। আমরা একতাবদ্ধ হয়ে এই সমাজকে, এই দেশকে উন্নয়নের মাধ্যমে সোনার বাংলায় পরিণত করবো।
এসময় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে: ডা. রুহুল হক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/