আগস্ট ১৯, ২০১৮
শিশুদের পোশাকের দোকানে উপচেপড়া ভীড়
আরিফুল ইসলাম রোহিত: মালিহার চোখ একবার আয়নার দিকে, আর একবার নিজের গায়ে ধরা জামার দিকে। মালিহার বয়স এখন পাঁচ হলেও ঈদের জামা সে নিজেই পছন্দ করছে। বিক্রয়কর্মীকে তাই বারবার বিভিন্ন ডিজাইনের পোশাক দেখানোর জন্য বলে একটি পোশাক পছন্দ করে কিনে নেয় মালিহা। সুপ্রভাত সাতক্ষীরাকে মালিহার পিতা ওবায়দুল ইসলাম জানান, শিশুদের কাছে ঈদ মানে খুশি। ঈদ মানেই আনন্দ। তাই কোরবানির ঈদেও তার নতুন পোশাক নেওয়ার বায়না। 8,705,493 total views, 2,426 views today |
|
|
|