বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ২৯ আগস্ট বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসাবে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি ও বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির বক্তব্য রাখার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদ। সভায় আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের গণমানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়রাম্যান নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/