Site icon suprovatsatkhira.com

শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ববান হতে হবে: এমপি রবি

ডেস্ক রিপোর্ট: “দেশের উন্নয়ন যারা চায় না তারা আজো গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদেরকে প্রতিহত করতে হবে। নিরাপদ সড়ক চাই আন্দোলনকারীদের সাথে জামায়াত-বিএনপি মিশে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। যারা দেশের উন্নয়ন চায় না তারা দেশ ও জাতির শত্রæ। তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ববান হতে হবে।” শনিবার (১১ আগস্ট) বিকালে সদর উপজেলার আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এই আহবান জানান।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আকবর আলী সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুর উর রশিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, আলিপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, ইউপি সদস্য মো. আব্দুল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান ফিরোজ সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন নাজমিন নাহার, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জেসমিন নাহার মিষ্টি প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. কামাল হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version