সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের ১৮ ঊর্ধ্ব বয়সীদের কাছে রসুলপুর যুব সমিতির সাধারণ সদস্য অন্তর্ভুক্তির আবেদন আহবান করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে নাগরিক সনদ, জাতীয় পরিচয় পত্র এক ১ কপি ছবিসহ (পাসপোর্ট সাইজের) আবেদনপত্র জমা দিতে হবে। যারা পূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন ফরম পাওয়া যাবে জেলা সমাজসেবা কার্যালয়ে (ফরমের ফটোকপি গ্রহণযোগ্য নয়)। সদস্য হওয়ার জন্য সাধারণ সদস্য ফি ২০০ টাকা এবং জুলাই/১৮ হতে সেপ্টেম্বর/১৮ মাস পর্যন্ত মাসিক ৫০ টাকা হারে পরিশোধ বাধ্যতামূলক। প্রেস বিজ্ঞপ্তি