Site icon suprovatsatkhira.com

রতনপুর-নূরনগর রাস্তার বেহাল দশা

রতনপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: যখন চারিদিকে উন্নয়নের ছোঁয়া তখনই রাস্তাঘাটের দিক দিয়ে রতনপুর ইউনিয়নের মানুষ যেন অনেকটা পিছিয়েই রয়েছে। বেহাল রাস্তার কারণে সব উন্নয়ন ম্লান হতে বসেছে।
সরেজমিনে দেখা যায়, কালিগঞ্জের রতনপুর বাজার থেকে নূরনগরের অভিমুখ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় পিচ নেই বললেই চলে। রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর পিচবিহীন, খানাখন্দকে ভরা রাস্তায় সাইকেল-মটরসাইকেল, ভ্যানসহ সকল প্রকার যানবাহন চলাচলে খুবই দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় দুই হাজারের বেশি ছাত্র-ছাত্রী স্কুল, কলেজ, মাদ্রাসায় যাতায়াত করে। বর্ষা হলে যেন দুর্ভোগে নতুন মাত্রা যোগ হয়। আর এসব দুর্ভোগ যেন দেখার কেউ নেই।
এ বিষয়ে রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন বলেন, বর্ষার মৌসুম শেষ হলেই রাস্তাটির কাজ শুরু হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version