রতনপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের মসজিদবাটি প্রাইমারি স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ আগস্ট) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পল্লী উন্নয়ন প্রকল্পের আয়োজনে আরডিএস প্রকল্পের মহিলা সদস্যদের সহযোগিতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প অফিসার রবিউল ইসলাম, সহ-প্রকল্প অফিসার আব্দুল হান্নান, জালালউদ্দিন, মাহমুদ আল হাদি, ইয়াকুব আলী, গ্রাম পুলিশ শেখ বাবুল হোসেন প্রমুখ