Site icon suprovatsatkhira.com

মুন্সিগঞ্জে ফুটপথ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, জনমনে ক্ষোভ

আব্দুল্লাহ আল মামুন, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ বাজারের সরকারি জায়গা ও ফুটপথ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনকে বুড়ো অঙ্গুল দেখিয়ে ব্যবসায়ী মাহফুজুর রহমান দুই তলা ভবনের সামনে জনসাধারণের চলাচলের ফুটপথ দখল করে নিজ ভবনের সিঁড়ি নির্মাণ করেছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, ব্যবসায়ী মাহফুজুর রহমান কয়েক বছর আগে মুন্সিগঞ্জ বাজারে তার নিজস্ব জায়গায় দোতলা ভবন নির্মাণ করেন। দোতালায় ওঠার জন্য বাড়ির ভিতর দিয়ে সিঁড়ি থাকার সত্তে¡ও সামনে দিয়ে বাজারে চলাচলের মেইন রাস্তার নিকট থেকে ভবনের সিঁড়ি নির্মাণ করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী বলেন, অদৃশ্য ক্ষমতার জোরে প্রশাসনের বাধাকে উপেক্ষা করে তিনি ফুটপথ দখল করে সিঁড়ি ঢালাইয়ের কাজ করছেন। প্রশাসনের কাছে দাবি জনগণের চলার পথ উন্মুক্ত করা হোক।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বলেন, বিষয়টি জানার সাথে সাথে চৌকিদার দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। কিন্তু চৌকিদার চলে যাওয়ার পর বাদ বাকি কাজ শেষ করা হয়েছে বলে দেখা গেছে।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার জানান, আমি ছুটিতে আছি। ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version